নিজস্ব প্রতিবেদক :
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মনির খান এবার সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন দলীয় নেতাকর্মী ও ভক্তদের কাছে। দীর্ঘ তিন দশক ধরে সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পী যেমন সংগীতের প্রতি অনুরাগী, তেমনি সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িত। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। সংগঠনের সাংস্কৃতিক অঙ্গন জাসাসের সাধারণ সম্পাদক থেকে শুরু করে পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঝিনাইদহ-৩ আসন থেকে এবারের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে বিএনপি ওই আসনে মেহেদী হাসান রনিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।
এর আগেও মনির খান একবার মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার তিনি ভিন্ন অবস্থান নিয়েছেন— সম্পূর্ণ ইতিবাচক ও পরিণত প্রতিক্রিয়া দেখিয়েছেন, যা ভক্ত ও দলীয় নেতাকর্মীদের প্রশংসা কুড়িয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনির খান একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি মেহেদী হাসান রনির সঙ্গে আছেন। ছবির ক্যাপশনে লেখেন—
“অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।” তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বহু ভক্ত-অনুরাগী মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীর রাজনৈতিক পরিপক্বতা ও দলের প্রতি আনুগত্যের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, “আপনি মহৎ মানুষ, তার প্রমাণ দিলেন।”
আরেকজন লিখেছেন, “এটাই নেতা — কেন্দ্র যাকে দেবে, তার পক্ষেই কাজ করবে। আপনি কথা রেখেছেন।”
আরও এক ভক্ত লিখেছেন, “আপনার জন্য দোয়া ও শুভকামনা সবসময় রইল, স্যার। আপনি ব্যতিক্রম, আপনি উদাহরণ।” সামাজিক মাধ্যমে এই প্রতিক্রিয়া প্রমাণ করছে— রাজনীতি ও শিল্পের ভিন্ন দুই মঞ্চে সমানভাবে মর্যাদা ধরে রেখেছেন মনির খান, যিনি বিনয় ও ইতিবাচকতার মাধ্যমে আবারও জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে।