January 12, 2026, 11:22 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনীত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে দিনাজপুর-৫ আসনের জন্য কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

বাকি আসনগুলোতে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর -২ আসনে মো. সাদিক রিয়াজ চেীধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ আসনে মো. আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর- ৬ অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন।

এদিকে, দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাম ঘোষণার পর থেকেই আসনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বেগম জিয়া এই আসনেরই ‘দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করেছেন। এ আসনে থেকে এর আগেও একবার নির্বাচন করেছেন তিনি।

দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। এদিকে দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় এ আসন নিয়ে এখনো কৌতূহল এবং আলোচনার বিষয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *