January 12, 2026, 11:13 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ময়মনসিংহে ৯টি আসনে মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহে ৯টি আসনে মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকি দুই আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। ঘোষণার খবর প্রকাশের পর জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় উৎসব ও আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি দেখা গেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণার পর এই আনন্দ উৎসবের সৃষ্টি হয়।

এই ৯টি আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও শেলে বাংলা একেএম ফজলুল হকের নাতনি জামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসাবে খ্যাত এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।

এদিকে মনোনয়ন ঘোষণার খবর প্রকাশিত হওয়া সঙ্গে জেলা ও উপজেলার ৮টি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়। তবে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দিয়ে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানায়।

বিক্ষোভ মিছিলের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের বক্তব্য জানা যায়নি।

উল্লেখ্য, মনোনয়ন ঘোষণার খবরে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনের সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *