September 10, 2025, 10:52 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

রূপগঞ্জে পরিষদ ভবন, সড়ক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে পরিষদ ভবন, সড়ক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর এলাকায় চারটি সড়ক, ইউনিয়ন পরিষদে নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার আকতার হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার শ্যামল, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, গোলাকান্দাইল ইউপি সদস্য জামাল হোসেন, রফিকুল ইসলাম, তপন কুমার, বাচ্চু ভুঁইয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন সহ আরো অনেকে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন- উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসাননগর ও আমলাবো এলাকায় ৪টি সড়ক, ১০ লাখ টাকা ব্যয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলার হাসাননগর, আমলাবো ও কালী এলাকায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এসব গ্রামীণ সড়ক উদ্বোধন করায় হাজার হাজার মানুষ উপকৃত হবে। দীর্ঘদিনের পুরাতন ও ভবন ঝুকিপূর্ণ হওয়ায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

এর আগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ মানুষের খোঁজ খবর নেন ইউএনও সাইফুল ইসলাম।

এ সময় বিপদগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page