চবি সংবাদদাতা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ারের মাথার খুলির অংশ সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এটি সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।
মামুন গত আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী জোবরা গ্রামে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত হন। মাথার খুলি প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন।
ডা. ইসমাঈল হোসেন গণমাধ্যমকে বলেন, “অপারেশনের পর কিছু জটিলতার কারণে খুলির অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছিল। পর্যবেক্ষণের পর আমরা সফলভাবে তা পুনঃপ্রতিস্থাপন করেছি। দুই-এক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।”
তিনি আরও জানান, মামুন বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং তার অবস্থার উন্নতি হয়েছে। একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন। দুই শিক্ষার্থীই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুসারে এক ছাত্রীকে মারধরের ঘটনায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০–১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।