নিজস্ব প্রতিবেদক :
গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।
সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমানসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে মফিজুর রহমান আশিক দাবি করেন, ২০১৩ এবং ২০২২ সালে তাকে দুই দফায় ‘গুম’ করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। প্রথমবার তিনি দুই মাস র্যাব-১ এর হেফাজতে ছিলেন বলে অভিযোগ করেন।
তিনি আরও জানান, পরে আবারও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় এবং নির্যাতন চালায়।
আশিকের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।