জেডটিভি বাংলা ডেস্ক:
রাজধানীর উত্তর বাড্ডায় ইবনে কাসির ক্যাডেট মাদরাসার একটি গোডাউন থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মাদরাসার দারোয়ান সাইফুল ও গৃহস্থালী কর্মী শাকিলা (১৭-১৮)। স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর থেকে দুজনেই নিখোঁজ ছিলেন। শাকিলার মা বিষয়টি নিয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দুজনের মধ্যে প্রণয় সম্পর্ক থাকতে পারে এবং তারা একসাথে কোথাও চলে গেছে।
কয়েকদিন ধরে গোডাউনের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরবর্তীতে দুর্গন্ধ বেড়ে গেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহগুলো অনেক পুরনো, তাই প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।