January 12, 2026, 11:14 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাড্ডায় মাদরাসার গোডাউন থেকে অর্ধ গলিত নারী-পুরুষের মৃ তদেহ উদ্ধার

বাড্ডায় মাদরাসার গোডাউন থেকে অর্ধ গলিত নারী-পুরুষের মৃ তদেহ উদ্ধার

জেডটিভি বাংলা ডেস্ক:

রাজধানীর উত্তর বাড্ডায় ইবনে কাসির ক্যাডেট মাদরাসার একটি গোডাউন থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মাদরাসার দারোয়ান সাইফুল ও গৃহস্থালী কর্মী শাকিলা (১৭-১৮)। স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর থেকে দুজনেই নিখোঁজ ছিলেন। শাকিলার মা বিষয়টি নিয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দুজনের মধ্যে প্রণয় সম্পর্ক থাকতে পারে এবং তারা একসাথে কোথাও চলে গেছে।

কয়েকদিন ধরে গোডাউনের ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরবর্তীতে দুর্গন্ধ বেড়ে গেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহগুলো অনেক পুরনো, তাই প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *