January 12, 2026, 2:31 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী: শীতের প্রথম স্পর্শ

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী: শীতের প্রথম স্পর্শ

রাজশাহী সংবাদদাতা:

উত্তরবঙ্গজুড়ে বইছে শীতের হালকা পরশ, আর রাজশাহীতে নেমে এসেছে শীতের প্রথম আভাস। ভোরের আলো ফোটার আগেই নগরজুড়ে ছড়িয়ে পড়েছে শুভ্র কুয়াশা যেন প্রকৃতি পরেছে তুলতুলে সাদা চাদর।

সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজশাহীর আকাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। নগরীর সড়ক, গাছের ডাল, মাঠের ঘাস সবকিছু যেন মিশে গেছে এক মখমলি কুয়াশার আবরণে। সূর্যোদয় হয় ভোর ৬টা ১৪ মিনিটে, কিন্তু কুয়াশার ঘন পর্দা সরিয়ে রোদের দেখা মেলে সকাল সাড়ে ৭টার পর।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। পর্যবেক্ষক বাবু জানান, “গত কয়েক দিনের বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের ফলে আজ সকালে কুয়াশা দেখা দিয়েছে। এটি প্রকৃতির পক্ষ থেকে শীতের আনুষ্ঠানিক আমন্ত্রণ।”

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিপাত (প্রায় ৬০ মিলিমিটার) ও দমকা হাওয়ার পর রাজশাহীর প্রকৃতি আরও সজীব হয়ে উঠেছে। সেই বৃষ্টির ঠাণ্ডা ছোঁয়াতেই ভোরের কুয়াশা যেন জানিয়ে দিল— শীত এবার দোরগোড়ায়।

নগরজুড়ে এখন শীতের আবহ। ভোররাতেই মানুষ কম্বল মুড়ি দিচ্ছে, কেউ কেউ শুরু করেছেন কাঁথা বের করা। সকালবেলা মহাসড়কজুড়ে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে কুয়াশাকে পাশ কাটিয়ে।

নগরবাসী অবনী নুসরাত বলেন, “আজকের সকালটা একদম অন্যরকম। এই কুয়াশার মধ্যেই প্রথমবার শীতের ছোঁয়া টের পেলাম। মনে হলো, প্রকৃতি যেন আলতো করে বলছে ‘আমি এসেছি।

রাজশাহীর এই কুয়াশাচ্ছন্ন সকাল তাই শুধু ঠাণ্ডা নয়, বরং এক স্নিগ্ধ আগমনী বার্তা শীতের আনুষ্ঠানিক সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *