অনলাইন ডেস্ক:
খুলনায় স্থানীয় বিএনপি নেতার অফিসে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় ইমদাদুল হক (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা ও যোগীপোল ইউনিয়নের ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ রাতে তার দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে দলীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হামলা। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বোমা ও গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।