আন্তর্জাতিক ডেস্ক :
রিয়াদ, সৌদি আরব – আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৩ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সৌদি আরবে ২১ হাজার ৬৫১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৭৪৫ জন আবাসন আইন, ৪ হাজার ৫৭৭ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৪ হাজার ৩২৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন। এদের মধ্যে এক হাজার ৬৮৯ জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে ইয়েমেনি নাগরিক ৪৬%, ইথিওপিয়ান ৫৩% এবং অন্যান্য দেশের ১% রয়েছেন। এছাড়া সৌদিতে অবৈধভাবে আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলছে।
এ পর্যন্ত ১৩ হাজার ২৭৯ জন প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি গ্রেপ্তারকৃতদেরকে কূটনৈতিক নথি প্রস্তুতির জন্য তাদের নিজ নিজ মিশনে পাঠানো হয়েছে। সৌদি আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশ বা সহায়তা প্রদানকারীদের জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা ধার্য করা হয়েছে।
সৌদিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির মিডিয়া নিয়মিতভাবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর খবর প্রচার করছে।