লালমনিরহাট প্রতিনিধি:
পবিত্র কোরআনের শিক্ষাকে কেন্দ্র করে যাত্রা শুরু করা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার মানাজিলুল কুরআন মডেল হিফজ মাদ্রাসা প্রথম বছরেই অর্জন করেছে এক অনন্য ও ঐতিহাসিক সাফল্য।
শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই নবীন মাদ্রাসার শিক্ষার্থীরা দেখিয়েছেন ঈর্ষণীয় দক্ষতা ও অনন্য মেধার পরিচয়। তাদের এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র লালমনিরহাট জেলা এবং তুষভান্ডার এলাকার জন্য এক বিরল গর্বের বিষয় হয়ে উঠেছে।
স্থানীয় সুশীল সমাজের মতে, এ অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও কোরআনের পথে অনুপ্রাণিত করবে এবং মানসম্মত হিফজ শিক্ষার প্রসার ঘটাবে।
মাদ্রাসার এই অসামান্য সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠান প্রধান হাফেজ কারী হাবিবুর রহমান। শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, নিবেদন ও ধারাবাহিক প্রচেষ্টাই এই অর্জনের মূল চালিকা শক্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসার পক্ষ থেকে প্রধান শিক্ষককে জানানো হয়েছে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক মুবারকবাদ। তাঁকে উদ্দেশ্য করে দোয়া করা হয়— আল্লাহ তাআলা যেন তাঁর ইলমে বরকত দান করেন এবং এই মহৎ খেদমত কবুল করেন।
নবীন প্রতিষ্ঠান হয়েও জাতীয় পর্যায়ে এমন সাফল্য মানাজিলুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার মান, পরিবেশ ও শিক্ষার উৎকর্ষতার প্রমাণ দিয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।