স্পোর্টস ডেস্ক :
এমএলএস কাপের প্রথম রাউন্ডে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে। ম্যাচের ৮৯তম মিনিটে মেসি রদ্রিগো দে পলের পাস থেকে গোল করলেও দলের জন্য জয় ফিরিয়ে আনতে পারলেন না।
শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে খেলা শুরুতেই নিয়ন্ত্রণে আসে ন্যাশভিল। নবম মিনিটে স্যাম সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান ২-০ করে দেন। দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটের কাছ থেকে শট এবং ইয়ান ফ্রের শটও প্রতিপক্ষের ডিফেন্স এবং গোলরক্ষক জো উইলিস ঠেকান।
শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠেন। ৮৫ ও ৮৬ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়ার পর ৮৯ মিনিটে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন। এটি ছিল তার মৌসুমের সেরা গোলগুলোর মধ্যে একটি। তবে তাতেও আর কোন সুবিধা হলো না। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল এসসি, যা তাদের মিয়ামির বিপক্ষে মে মাসের পর প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচে মিয়ামির বিরুদ্ধে জয় পায়নি দলটি।
এদিকে, সিরিজ এখন সমান ১-১। শেষ ম্যাচটি হবে ফ্লোরিডায়, যেখানে মিয়ামিকে ২০২৪-এর ভুল পুনরাবৃত্তি এড়াতে চ্যালেঞ্জ করতে হবে। গত বছরও প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছিল ইন্টার মিয়ামিকে।সিরিজের বিজয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির। ইতিমধ্যেই সিনসিনাটি ১-০ ব্যবধানে এগিয়ে আছে।