January 11, 2026, 11:52 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

জেডটিভি বাংলা ডেস্ক:

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের দখল করেছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। শহর দখলের পর থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে ৬০ হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে, জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৮ মাসের অবরোধ শেষে ভয়াবহ রক্তপাত, অনাহার ও নির্বিচার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয় আরএসএফ। স্থানীয় সূত্রগুলো বলছে, সেখানে নারী নির্যাতন, গৃহদাহ এবং নিরস্ত্র বেসামরিক মানুষ হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ুন জানিয়েছেন, সহিংসতা থেকে পালিয়ে আসা শরণার্থীরা এল-ফাশের থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের টাওইলা শহরে আশ্রয় নিচ্ছেন। তিনি বলেন, মানুষ ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে পালিয়ে এসেছে। আশ্রয় ও খাদ্যের তীব্র সংকট, শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে।

জাতিসংঘের হিসাবে, এখনো প্রায় দেড় লাখ মানুষ এল-ফাশের শহরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। শহরটি ছিল পশ্চিম দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি।

বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, আরএসএফের এক যোদ্ধা আবু লুলু নিরস্ত্র লোকদের নির্বিচারে হত্যায় জড়িত। পরে আরএসএফ দাবি করে, ওই মিলিশিয়াকে আটক করা হয়েছে এবং তার গ্রেপ্তারের একটি ভিডিওও প্রকাশ করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভিডিওটি সত্য এবং আবু লুলু আসলেই এল-ফাশেরের কাছে কয়েকজন সাধারণ মানুষকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিশ্চিত করেছে যে, আবু লুলুর সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট তারা স্থায়ীভাবে বন্ধ করেছে।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত ইতিমধ্যেই সুদানকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে ফেলে দিয়েছে। জাতিসংঘের হিসেবে, এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

এল-ফাশেরের পতনের মধ্য দিয়ে সুদানের ভৌগোলিক বিভাজন আরও স্পষ্ট হয়েছে। এখন পশ্চিম দারফুর ও দক্ষিণ কোরদোফান অঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে, আর সেনাবাহিনী ধরে রেখেছে রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চল, ও রেড সি উপকূলীয় এলাকা।

দুই পক্ষই একসময় মিত্র ছিল—২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর তারা যৌথভাবে ক্ষমতা নেয়। কিন্তু আন্তর্জাতিকভাবে বেসামরিক সরকারের পথে ফেরার পরিকল্পনা নিয়েই শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত, যা এখন পুরো দেশকে মানবিক বিপর্যয়ের অতল গহ্বরে ঠেলে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *