January 12, 2026, 8:42 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া দল কীভাবে গণভোটের বিরোধিতা করে?—সারোয়ার তুষারের প্রশ্ন

গণভোটের মাধ্যমে জন্ম নেওয়া দল কীভাবে গণভোটের বিরোধিতা করে?—সারোয়ার তুষারের প্রশ্ন

জেডটিভি বাংলা ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রশ্ন তুলেছেন, যে দলের জন্মই গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরোধিতা করতে পারে। তিনি বিএনপির ‘না ভোট’ প্রচারণাকে ‘আত্মঘাতী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তুষার বলেন, বিএনপির কিছু অ্যাকটিভিস্ট ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছেন। দলটির ৩৫ শতাংশ নেতা-কর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল কর্মী ‘হ্যাঁ’ ভোট দেবেন। এটি স্বাভাবিকভাবে আত্মঘাতী অগ্রগতি।

তুষার আরও বলেন, বিএনপি বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল হচ্ছে—এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন স্পষ্ট জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী সংসদই সিদ্ধান্ত নেবে।

তিনি ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে বলেন, এর মানে শুধু এই—আমার একটি দ্বিমত আছে, তবে এগিয়ে যাও। এর বাইরে কোনো গভীর অর্থ নেই।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব তা এই সনদের মাধ্যমে রক্ষা হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।”

সারোয়ার তুষার আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় নিয়ে গেছে যে বিষয়টি এখন ইসলাম বনাম সেক্যুলারিজমে পরিণত হয়েছে। ১৯৭২ সালের সংবিধান সামরিক শাসনের পথ সুগম করেছে। তাই বাহাত্তরের সংবিধান বাংলাদেশে টিকতে পারবে না—এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *