জেডটিভি বাংলা ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের একজনের স্ত্রী। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—মৃত আবু তাহেরের দুই ছেলে ফোরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (২০)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি-সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ঘিরে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একাধিক সালিশে আবু তাহেরের পরিবারই জমির মালিক হিসেবে রায় পায়।
শনিবার দুপুরে আব্দুল আউয়াল ও তার দুই ছেলে রিপন মিয়া ও শিপন মিয়া পুনরায় জমি দখলে গেলে ফোরা ও শাকিল বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। ফোরা ও শাকিল গুরুতর আহত হন, আহত হন ফোরার স্ত্রী মনিরা বেগমও।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
নিহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ও দেবরকে তাদের চাচা আউয়াল আর তার ছেলেরা কুপিয়ে মেরে ফেলেছে। আমার স্বামীর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দিয়েছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুজনকে মৃত অবস্থায় আনা হয়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।