জেডটিভি বাংলা ডেস্ক:
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শিগগিরই শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির দাবি, তদন্তে রয়েছে “উল্লেখযোগ্য অগ্রগতি”।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, এখনও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা খুব শিগগিরই এটি দাখিল করতে পারব বলে আশা করছি।
সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় নরসিংদীর চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ আটজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে। তবে আলোচনায় উঠে আসে ত্বকী হত্যা মামলার বিষয়টিও।
গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচিত এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করায় নিহত ত্বকীর পরিবারে জেগেছিল ন্যায়বিচারের নতুন আশার আলো। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি র্যাব।
অগ্রগতির বিষয়ে জানতে চাইলে র্যাব-১১ এর সিও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না। পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তদন্ত যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেটাই আমরা চাই।
তিনি আরও বলেন, “তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে, তখন বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষ করার আগে কিছু বলা যায় না।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম মুখ রফিউর রাব্বির ছেলে। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হলেও দীর্ঘ ১২ বছরেও অভিযোগপত্র জমা হয়নি।
ত্বকীর পরিবার বরাবরই অভিযোগ করে এসেছে, প্রভাবশালী ওসমান পরিবারের সদস্যদের জড়িত থাকার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বিচারকাজ বাধাগ্রস্ত হয়।
গেল ১৮ সেপ্টেম্বর র্যাব মামলার অভিযোগপত্র দাখিলে আরও সময় চেয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করে। আদালত মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার দীপক রঞ্জন মজুমদারকে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে তদন্ত কত দিনের মধ্যে শেষ হবে- এমন প্রশ্নে র্যাবের কর্মকর্তারা এখনও নির্দিষ্ট সময় জানাতে পারেননি।