জেডটিভি বাংলা ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে আগামী ৫ দিন টানা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার (০১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও সম্ভব। রোববার (০২ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
সোমবার (০৩ নভেম্বর) চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মঙ্গলবার (০৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, বাকি দেশে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। বুধবার (০৫ নভেম্বর) খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, রাতের তাপমাত্রা সাধারণত প্রায় অপরিবর্তিত থাকবে।