আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনের দিকে বড় অগ্রগতি। চুক্তির মধ্যে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প বলেন, আগামী এপ্রিলে তিনি চীন সফরে যাবেন। এর পরবর্তী সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, “বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বুসানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প ও শি জিনপিং। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই নেতার মধ্যে সৌজন্যমূলক আলাপ হয়। শি বলেন, “আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে। আমরা পুনর্নির্বাচনের পর ফোনে তিনবার কথা বলেছি, একে অপরকে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছি এবং সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।”
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে। ফলে সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে মাঝে মাঝে বৈরিতা হওয়াটাও স্বাভাবিক।”