October 30, 2025, 2:28 pm
Headline :

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দ এসেছে ২০২৫–২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায়। বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে ব্যয় করতে হবে। অব্যয়িত অর্থ ওই সময়ের মধ্যে সরকারে ফেরত দিতে হবে। নথিতে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং বিদ্যালয় পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক খরচের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।
মোট ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও (উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) দপ্তরে পাঠানো হবে। তাদেরকে আয়ন-ব্যয়ন কর্তৃপক্ষ হিসেবে অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে, তবে ব্যয় অবশ্যই সরকারি বিধি অনুসারে করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইন্টারনেট বিলের জন্য মাসিক ১,০০০ টাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে মাসিক ৫০০ টাকা ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় অংশ নেন বা সরকারি কাজে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পাওয়ার যোগ্য হবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যে কোনো প্রকার অনিয়ম বা অননুমোদিত ব্যয়ের দায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে বহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page