কুবি সংবাদদাতা :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি পদ এবং প্রতিটি হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৯টি ও হল সংসদের ৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন কোষাধ্যক্ষ পদাধিকার বলে। নির্বাচনের মাধ্যমে বাকি ১৯ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
অন্যদিকে, হল সংসদে প্রাধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি এবং আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি ৯টি পদে নির্বাচন হবে শিক্ষার্থীদের ভোটে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। তবে দ্বিতীয় বা ততোধিক স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা ‘নিয়মিত’ হিসেবে বিবেচিত হবেন না। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর এবং ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিপ্রাপ্ত, নিষিদ্ধ সংগঠনের সদস্য বা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অযোগ্য হবেন। কুকসুর খসড়া গঠনতন্ত্র প্রণয়নের জন্য গঠিত ৫ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।
তিনি বলেন, “গঠনতন্ত্রের ওপর শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মতামত জানাতে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। মতামতগুলো পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন নিয়ে বিষয়টি ইউজিসিতে পাঠানো হবে। এরপর ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।” তিনি আরও জানান, “আমরা চাই, যেন প্রক্রিয়াটি বিলম্বিত না হয়। এজন্য ই-মেইলে মতামত পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী এক মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা সম্ভব।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সদস্য সচিব: ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার
সদস্য: ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন
সদস্য: প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান
সদস্য: প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ
মতামত পাঠানোর আহ্বান
আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের গঠনতন্ত্র সংক্রান্ত মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে নিম্নোক্ত ঠিকানায়— coucsu@cou.ac.bd