নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুইটি বিয়ারিং প্যাড পড়ে। এর মধ্যে একটি প্যাড আবুল কালামের মাথায় লাগে, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন।
আইনজীবী এনামুল হক নবীন বলেন, “মেট্রোরেল কর্তৃপক্ষ স্থাপনা ও সরঞ্জামাদির যথাযথ তত্ত্বাবধান করেননি। ত্রুটিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও মেট্রোরেল পরিচালনা করা হয়েছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে মাত্র পাঁচ লাখ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এটি যথেষ্ট নয় এবং “বাস্তবতা-বর্জিত ও অবমাননাকর” হিসেবে ধরা হয়েছে। তাই আইনি নোটিশে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির দাবি করা হয়েছে।