নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় এলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে এবং নীতিনির্ধারণের দায়িত্ব নীতিনির্ধারকদের হাতে থাকবে। তিনি সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
আমীর খসরু বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করা হবে না, বরং দায়িত্ব কমানো হবে। সরকার পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো হবে এবং নীতিনির্ধারণের কাজ আমলাদের হাতে থাকবে না।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য তৈরি করা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যবহার করা হয়েছে এমডি নিয়োগ ও পছন্দের লোক বসানোর জন্য। বিএনপি আগের ক্ষমতায় এটি বাতিল করেছিল, কিন্তু বর্তমান সরকার এটি পুনঃস্থাপন করেছে। ক্ষমতায় এলে বিএনপি আবার এটি বিলুপ্ত করবে এবং বাংলাদেশ ব্যাংকে পূর্ণ স্বাধীনতা দেবে।”
আমীর খসরু এনবিআরের দুই ভাগে বিভাজনকেও প্রশ্নবিদ্ধ করেন। তার মন্তব্য, “দুই ভাগে বিভাজনের ফলে কোনো বাস্তব লাভ হবে না, কারণ উভয় দফাতেই আমলারা রয়েছেন। বিএনপির ভিন্ন পরিকল্পনা আছে।” সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দাবি বা সংস্কারের জন্য রাস্তায় না গিয়ে জনগণের দুয়ারে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আইন পাস করিয়ে নেয়া উচিত।”
তিনি দেশীয় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেও জোর দেন। আমীর খসরু বলেন, “সহনশীলতা আনতে হবে, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দ্বিমত থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন।”