স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজৈর উপজেলার দুই যুবক রিয়াদ মাতুব্বর (৩১) ও মুসা মোল্লা (২৮)—দু’জনের প্রাণ হারিয়ে নিভে গেছে দুটি পরিবারে স্বপ্নের আলো। রোববার (২৬ অক্টোবর) সকালে তাদের জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রবাসফেরত রিয়াদ ও ইতালিগামী মুসা
নিহত রিয়াদের পরিবার জানায়, রিয়াদ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। বাড়িতে ফেরার আনন্দে তিনি বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। কিন্তু শনিবার বিকেলে ফেরার পথে এক পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
অন্যদিকে মুসা মোল্লা ছিলেন নতুন জীবনের স্বপ্নে বিভোর। পরিবার জানায়, ইতালি যাওয়ার সব কাগজপত্র তিনি সম্পন্ন করেছিলেন, আগামী ২৮ নভেম্বরই তার ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মৃত্যু কেড়ে নিল তরুণ জীবনের সব আকাঙ্ক্ষা।
ভয়াবহ সড়ক দুর্ঘটনা
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিয়াদ মারা যান। পরে গুরুতর আহত মুসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, “দুই বন্ধু কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে অজ্ঞাত একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন পরে হাসপাতালে মারা যান।”
গ্রামে শোকের ছায়া
মাদারীপুরের রাজৈরের মজুমদারকান্দি ও ঘোষালকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রিয়াদ ও মুসার মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা।
একজন ছিলেন প্রবাসফেরত, অন্যজন বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর—দু’জনেরই পথ শেষ হলো একই পরিণতিতে। তাই হয়তো স্থানীয়দের কেউ কেউ বলছেন, “ইতালির স্বপ্ন অধরাই থেকে গেল, রয়ে গেল শুধু না ফেরার বেদনা।”