October 27, 2025, 7:20 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

নেতা বদলেছে, নীতি বদলায়নি: শায়েখে চরমোনাই

নেতা বদলেছে, নীতি বদলায়নি: শায়েখে চরমোনাই
সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদশের গণ-সমাবেশে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বাকেরগঞ্জ সংবাদদাতা,

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “এই দেশে নেতা বদলেছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি—এই তিন দলই ৫৪ বছর ধরে অন্যায়, অত্যাচার ও লুটপাটের রাজনীতি করছে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি।”

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘হাতপাখা বিজয় মানেই জাতির বিজয়’

মুফতি ফয়জুল করিম বলেন, “জনগণকে সচেতন হতে হবে। এরা আবার ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘুমাতেও পারবে না। আমি বিশ্বাস করি, হাতপাখার বিজয় মানেই জাতির বিজয়।”

তিনি আরও বলেন, “সৎ ও ইসলামী আদর্শে পরিপূর্ণ একজন নেতার নিষ্ঠাবান নেতৃত্বই পারে রাষ্ট্রের কার্যক্রমে পরিবর্তন আনতে, বদলে দিতে পারে সাধারণ মানুষের জীবনধারা। এ ক্ষেত্রে ইসলামী দলগুলোর বিকল্প নেই।”

পিআর পদ্ধতির দাবিতে জোর

ইসলামী আন্দোলনের এই নেতা জানান, দেশে ৭১ শতাংশ মানুষ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাই এই পদ্ধতি ছাড়া দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখা কঠিন হবে।

তিনি অভিযোগ করেন, “রাষ্ট্রের কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা জনগণকে ভুল তথ্য দিয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শবান নীতির ধারক ও বাহক হিসেবে মুক্তিকামী জনতার পাশে আছে।”

সমাবেশে উপস্থিত ছিলেন, সমাবেশে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী, বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের আমির অধ্যাপক আ খ ম ফিরোজ আলম, এছাড়া ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page