বাকেরগঞ্জ সংবাদদাতা,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “এই দেশে নেতা বদলেছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি—এই তিন দলই ৫৪ বছর ধরে অন্যায়, অত্যাচার ও লুটপাটের রাজনীতি করছে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি।”
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘হাতপাখা বিজয় মানেই জাতির বিজয়’
মুফতি ফয়জুল করিম বলেন, “জনগণকে সচেতন হতে হবে। এরা আবার ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘুমাতেও পারবে না। আমি বিশ্বাস করি, হাতপাখার বিজয় মানেই জাতির বিজয়।”
তিনি আরও বলেন, “সৎ ও ইসলামী আদর্শে পরিপূর্ণ একজন নেতার নিষ্ঠাবান নেতৃত্বই পারে রাষ্ট্রের কার্যক্রমে পরিবর্তন আনতে, বদলে দিতে পারে সাধারণ মানুষের জীবনধারা। এ ক্ষেত্রে ইসলামী দলগুলোর বিকল্প নেই।”
পিআর পদ্ধতির দাবিতে জোর
ইসলামী আন্দোলনের এই নেতা জানান, দেশে ৭১ শতাংশ মানুষ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাই এই পদ্ধতি ছাড়া দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখা কঠিন হবে।

তিনি অভিযোগ করেন, “রাষ্ট্রের কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা জনগণকে ভুল তথ্য দিয়ে মিথ্যা আশ্বাস দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শবান নীতির ধারক ও বাহক হিসেবে মুক্তিকামী জনতার পাশে আছে।”
সমাবেশে উপস্থিত ছিলেন, সমাবেশে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী, বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের আমির অধ্যাপক আ খ ম ফিরোজ আলম, এছাড়া ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।