আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা ও অন্তত ২৫ জন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধা নিহত হয়েছেন। চলমান শান্তি আলোচনা চলাকালেই এ সংঘর্ষে উত্তেজনা আরও বেড়েছে দুই দেশের মধ্যে।
রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
সীমান্তে টিটিপির অনুপ্রবেশের চেষ্টা
আইএসপিআর জানায়, সশস্ত্র টিটিপি জঙ্গিদের দুটি বড় দল আফগানিস্তান সীমান্ত ঘেঁষে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুই ভিন্ন অঞ্চল দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনী পাল্টা অভিযান চালালে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় উত্তর ওয়াজিরিস্তানে চার আত্মঘাতী হামলাকারীসহ ১৫ জন জঙ্গি এবং কুর্রাম জেলার ঘাকি এলাকায় আরও ১০ জন অনুপ্রবেশকারী নিহত হয়। সংঘর্ষে পাকিস্তানের পাঁচ সেনা সদস্যও প্রাণ হারান।
আইএসপিআর আরও জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় ধরনের অস্ত্রভাণ্ডার, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শান্তি আলোচনার মধ্যেই সহিংসতা
ঘটনাটি এমন সময় ঘটলো, যখন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সহিংসতা প্রশমনে আলোচনা চলছে। গত শনিবার (২৫ অক্টোবর) ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক শুরু হয়, যা রোববার পর্যন্ত চলার কথা।
বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে সীমান্ত অঞ্চলে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বিরল, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে সংকটে ফেলতে পারে।