বিনোদন ডেস্ক:
বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায়। আদালত তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পর পুরোনো বিতর্কগুলো আবার সামনে এসেছে।
এই মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আর ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
প্রায় পাঁচ বছর আগে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত শেষে জানায়, এটি হত্যা নয়—আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেন, ‘অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’
তবে মামলার নতুন করে তদন্তের নির্দেশ আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ডনের পুরোনো এক সাক্ষাৎকার। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের টকশো ‘সেন্স অব হিউমার’-এ অংশ নিয়ে ডন বলেন,
‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ হিসেবে আমি সামিরার কোনো দোষ দেখিনি। সালমানের সঙ্গে সামিরার এমন প্রেম আমি জীবনে দেখিনি।’
জয় যখন ফের জানতে চান, ‘সামিরার কোনো দোষই ছিল না?’—ডন উত্তর দেন, ‘আমি তো দেখিনি কোনো দোষ।’
সাক্ষাৎকারে ডন আরও বলেন, জীবনের শেষ সময়ে সালমান শাহ ছিলেন গভীর মানসিক অস্থিরতায় ভোগা একজন মানুষ। তার ভাষায়,
‘সুপারস্টার হয়েও এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকার পরও ও কেন আত্মহত্যা করল—আমি বুঝিনি। ছয়-সাত মাস ধরে ওকে কখনো স্থির দেখিনি।’
প্রায় তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য এখনো অনিশ্চিত। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্ন ও বিতর্কে আরও জটিল হয়ে উঠছে তার মৃত্যুর কাহিনি—আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী সামিরা হক।