আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ায় দীর্ঘদিনের সীমান্ত বিরোধের অবসান ঘটাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই হতে যাচ্ছে মালয়েশিয়ায়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৬ অক্টোবর) সকালে এয়ারফোর্স ওয়ান যোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি “বড় শান্তিচুক্তি” সই করতে তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি আরও জানান, যাতে সবাই উপস্থিত থাকতে পারেন, সে জন্য পৌঁছানোর পরপরই চুক্তি সইয়ের আয়োজন করা হয়েছে।
গত মে মাসে প্রাণঘাতী সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এরপর থেকেই শান্তি আলোচনার মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা রাখে মালয়েশিয়া।
মূলত শনিবার থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিতের মৃত্যুতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানটি এগিয়ে আনা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের অনুরোধে ট্রাম্প পৌঁছানোর পরপরই শান্তিচুক্তি সইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাম্প জানিয়েছেন, তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করে দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন।
এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ও দীর্ঘতম এশিয়া সফর।
সূত্র: বিবিসি