October 27, 2025, 9:42 am
Headline :
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ

ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে সংবর্ধিত হলেন রাষ্ট্রদূত তালহা

ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে সংবর্ধিত হলেন রাষ্ট্রদূত তালহা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সংবর্ধিত হয়েছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেল বেলারুমে অনুষ্ঠিত অনুষ্ঠানটি প্রবাসি বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজে ভরপুর ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটির জ্যেষ্ঠ নেতা এম এ তাহের, সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন এফবিজেএ’র মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, এবং মানপত্র পাঠ করেন সাংবাদিক তানভীর আহমেদ তোহা। রাষ্ট্রদূত তালহার হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ অর্জন বাংলাদেশের গৌরব বাড়িয়েছে এবং প্রবাসীদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

রাষ্ট্রদূত তালহা বলেন, “জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই বিজয় দূতাবাস কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের অক্লান্ত পরিশ্রমের ফল। এটি পুরো জাতির সাফল্য।” বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম বলেন, “টানা সাতবার নির্বাচনী সাফল্য বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা। কমিউনিটির বিভিন্ন নেতা ও সদস্যরাও বক্তব্য দেন, যার মধ্যে ছিলেন এইচ এম রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম এ রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, ইমরান আহমেদ প্রমুখ।

আয়োজকরা জানান, এই আন্তর্জাতিক সাফল্য প্রবাসে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের কূটনৈতিক পথচলায় নতুন গতি যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page