অনলাইন ডেস্ক :
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঘোষিত নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এই দামেই আজ শনিবার (২৫ অক্টোবর) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে পতন ঘটায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে— ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২,০৮,৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেট ১,৭০,৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৪২,২১৯ টাকায়। এর আগে ১৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা করেছিল—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তবে সোনার দামের ওঠানামা সত্ত্বেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। জুয়েলার্স সমিতির তথ্যমতে, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫,৯১৪ টাকায়, ১৮ ক্যারেট ৫,০৭৪ টাকায়, আর সনাতন রুপা ৩,৮০২ টাকায়।।