October 27, 2025, 12:11 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্রে ইসরাইল, দাবি ফিলিস্তিনি কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র আল-আকসা মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই বাস্তবায়ন করছে দখলদার ইসরাইল— এমন অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের দাবি, মসজিদের আশপাশে ইসরাইলি কর্তৃপক্ষের চলমান খননকাজ এই ষড়যন্ত্রেরই অংশ, যা মসজিদের স্থাপত্যিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল-রিফাই বলেন, “ইসরাইলের এই খননকাজ আল-আকসা মসজিদ ধ্বংসের এক সুপরিকল্পিত প্রচেষ্টা। এটি জেরুজালেমের ঐতিহাসিক ইসলামি স্থাপনাগুলোকে ‘ইহুদিকরণের’ বৃহত্তর পরিকল্পনার অংশ।”

তিনি আরও জানান, ইসরাইলি কর্তৃপক্ষ এই খনন এলাকা ‘সিটি অব ডেভিড’ নামে অভিহিত করছে। পুরোনো জলপথ শুকিয়ে সেখানে সুড়ঙ্গ, জাদুঘর ও ইহুদি উপাসনালয় (সিনাগগ) তৈরি করা হয়েছে। এমনকি ঐতিহ্যবাহী ‘জাব্বানা মার্কেট’ নামের একটি পুরোনো সুড়ঙ্গকে পর্যটনপথে রূপান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি প্রশাসনের দাবি, এই কাজগুলো ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ বেআইনি এবং এর মাধ্যমে পুরোনো জেরুজালেমের আরব-ইসলামি চরিত্র মুছে ফেলার চেষ্টা চলছে। তারা বলছে, “ইসরাইল ‘ধর্মীয় গল্পগাঁথার’ অজুহাতে নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে, যাতে ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের আধিপত্য স্থাপন করা যায়।”

‘ইহুদিকরণ’ প্রকল্পের অংশ

বিশ্লেষকরা মনে করছেন, এই খননকাজের উদ্দেশ্য হচ্ছে জেরুজালেমকে একটি “ইহুদি শহর” হিসেবে প্রমাণ করা। এর পাশাপাশি শেখ জাররাহ মহল্লায় বসতি সম্প্রসারণ ও দখল জোরদার করছে ইসরাইল। এলাকাজুড়ে কঠোর সামরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে।

ফিলিস্তিনি সূত্র জানায়, বিশেষ বিশেষ সময়ে ইসরাইলি বাহিনী ওই এলাকায় সামরিক যান মোতায়েন করে, চেকপোস্ট স্থাপন করে এবং প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page