স্পোর্টস ডেস্ক :
শেষ দুই ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ ফর্মে ছিলেন রিশাদ হোসেন। গড়ে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে খেলেছিলেন ঝড়ো দুটি ইনিংস। ফলে তাকে সুপার ওভারে না দেখেই অনেকের কপালে ভাঁজ পড়েছিল। তবে এবার যেন তাকে ধরল ল অফ অ্যাভারেজ—রানের খাতা ভারী করতে পারলেন না এই লেগ স্পিনার-ব্যাটার।
আকিল হোসেইনের এক ওভারেই ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪৬তম ওভারে মাত্র এক ওভারে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।
ওভারের প্রথম বলেই বোল্ড হন মাহিদুল অঙ্কন। এরপর চতুর্থ বলে রিশাদ লং অনে ক্যাচ তুলে ফেরেন—৫ বলে করেন মাত্র ৩ রান। ইনিংস বড় করার সুযোগ ছিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজে নামার বদলে পাঠিয়েছিলেন নাসুম আহমেদকে; কিন্তু সিদ্ধান্তটা কাজে আসেনি। ওভারের শেষ বলেই নাসুম ছয় মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন আকিম আগুস্তের হাতে।
ফলে আকিল হোসেইনের এক ওভারে তিন ব্যাটার ফিরিয়ে বাংলাদেশকে ফেলে দেন গভীর চাপে। শুরুতে ভালো অবস্থানে থাকা ইনিংসটি এক ঝটকাতেই বিপর্যয়ে পড়ে যায়।