নিজস্ব প্রতিবেদক:
পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা। তবে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে যাত্রা শুরু করলেও শাহবাগ মোড়েই তাদের থামিয়ে দেয় পুলিশ। এতে কিছু সময় উত্তেজনা তৈরি হয়, ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে প্রতিবন্ধী আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনের সড়কে পুনরায় অবস্থান নেন।
কী ছিল দাবিসমূহ?
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিবন্ধীরা তাদের ৫ দফা দাবিতে বলেন:
বারবার দাবি, সাড়া নেই :
আন্দোলনকারীরা বলেন, “শিক্ষিত, যোগ্য এবং কর্মক্ষম প্রতিবন্ধীরা ২০১৮ সাল থেকে কর্মসংস্থানে অন্তর্ভুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু আজও কোনো বাস্তব সমাধান হয়নি।”
তারা জানান, এর আগে ১২ অক্টোবর শাহবাগে অবস্থানকালে সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক হয়। কিন্তু সেখানে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা আবারও সড়কে নামতে বাধ্য হয়েছেন।
পুলিশের বাধার সময় কয়েকজন প্রতিবন্ধী রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান। একজন আন্দোলনকারী বলেন:
“আমরা কারও অনুগ্রহ চাই না, আমাদের প্রাপ্য অধিকার চাই। নীতিমালায় থাকা কোটা বাস্তবায়ন না করে তারা আমাদের অবজ্ঞা করছে।” চলবে কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।