অনলাইন ডেস্ক:
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও রুশ জ্বালানি আমদানি ছিল প্রধান বিষয়। মঙ্গলবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, তবে মূল আলোচ্য ছিল বাণিজ্য। আমি মোদিকে বলেছি, রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করতে। তিনি আশ্বাস দিয়েছেন, খুব বেশি তেল কিনবেন না রাশিয়া থেকে।” তিনি আরও যোগ করেন, “মোদি যেমন চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তা-ই চাই।”
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত ছাড়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে। পশ্চিমা দেশগুলোর মতে, এটি রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে শক্তিশালী করছে। বর্তমানে রুশ তেলের অন্যতম বড় ক্রেতা দেশ ভারত।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ভারতের প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, “যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তবে তাদের পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে।”
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল, ওষুধ ও গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, রুশ তেলের ওপর ভারতের নির্ভরতা না কমলে এই শুল্ক আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান ওয়াশিংটন–নয়াদিল্লি সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।