আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা–আগাই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোরের দিকে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে গেলে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের অনেক মানুষ তেল সংগ্রহে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে যান বহু মানুষ।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।”
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) স্থানীয় শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। তার ভাষায়, “দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে সড়কের নাজুক অবস্থার কারণে।”
স্থানীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধদের অনেককে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি পরিবহন দুর্ঘটনা ও ট্যাঙ্কার বিস্ফোরণ প্রায়ই ঘটে। রাস্তার বেহাল অবস্থা ও পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।