January 12, 2026, 8:47 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ট্রাম্পের মুকুটধারী ভিডিও ও ‘নো কিংস’ বিক্ষোভের পটভূমিতে যুক্তরাষ্ট্রে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে রাজা বা ‘কিং ট্রাম্প’ হিসেবে দেখানো হয়। ভিডিওটিতে ট্রাম্পের একটি জেট ‘কিং ট্রাম্প’ লেখা নিয়ে উড়ে যাচ্ছে এবং সেই বিমান থেকে প্রতিবাদকারীদের ওপর বাদামী ধরনের তরল পদার্থ ছোঁড়া হচ্ছে।

এই ভিডিওটি প্রকাশ পায় স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) রাতে, ঠিক সেই দিন যখন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের শহর ও নগরীতে ‘নো কিংস’ শ্লোগানে ব্যাপক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে বেরিয়ে আসেন, যার মধ্যে লেখা ছিল, ‘আমি কোনো রাজার আনুগত্যের শপথ করি না’। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ভিডিওটিতে কেনি লগিনসের ‘ডেনজার জোন’ গান বাজানো হয়, যেখানে ট্রাম্পের জেটটি শহরে মানুষের মাথায় বাদামী তরল ঢালছে এমন দৃশ্য দেখানো হয়েছে।

একই রাতে হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে এক এআই-নির্মিত ছবি পোস্ট করা হয়, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাজকীয় মুকুট পরিহিত অবস্থায় রয়েছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘সকলকে শুভ রাত্রি’ এবং একটি মুকুটের ইমোজিও যোগ করা হয়। ট্রাম্প নিয়মিতভাবে এমন এআই-নির্মিত ও বিকৃত ছবি ও মিম শেয়ার করেন। এর আগেও গত মাসে তিনি এক ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসকে মিথ্যা গোঁফ ও মেক্সিকান টুপি পরানো হয়েছে এবং মারিয়াচি সঙ্গীত বাজানো হয়েছে। হাকিম জেফরিস ভিডিওটিকে ‘বর্ণবাদী ও ঘৃণাপূর্ণ’ বলে সমালোচনা করেন।

‘নো কিংস’ আন্দোলনটি গত জুন মাসে দেশের ব্যাপক প্রতিবাদের ধারাবাহিকতা, যেখানে প্রায় ৫০ লাখ মানুষ দুই হাজারের বেশি স্থানে বিক্ষোভ করেছিলেন। এ বছরও প্রগতিশীল সংগঠন ইন্ডিভিজিবল, মুভঅনসহ বিভিন্ন স্থানীয় সংগঠন এই বিক্ষোভ আয়োজন করেছে। রিপাবলিকান নেতারা এই বিক্ষোভকে সরকারের কার্যকারিতা বিঘ্নিত করার চেষ্টা হিসেবে উল্লেখ করে ‘হেইট আমেরিকা র্যালি’ হিসেবে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন ইমেইলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘কে পরোয়া করে?’রোববার (১৯ অক্টোবর) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওরা আমাকে রাজা বলছে, কিন্তু আমি রাজা নই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *