বিনোদন ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয়ের দক্ষতা ও অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ঢাকার পাশাপাশি কলকাতাতেও নিয়মিত কাজের ব্যস্ততায় কাটে তার দিন। আর এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়া বেশ সক্রিয় থাকেন, যেখানে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে নতুন খবর ও গল্প শেয়ার করেন। সম্প্রতি এক পডকাস্টে বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন জয়া আহসান। পডকাস্টের সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি হাসিমুখে বলেন, “ও মা! করণের সামনে বসতে সাহস হয় না। আগে থেকে প্রশ্নটা বুঝে নেওয়া উচিত ছিল।”
জয়া আরও জানান, করণের সঙ্গে কাজ করার সুযোগ আসলেও তখন সেটি হয়নি। তিনি বিশ্বাস করেন, “যে কাজ আমার ভাগ্যে এবং ঈশ্বরের ইচ্ছায় ঠিক থাকবে, সেটাই হবে। এ ছাড়াও পডকাস্টে জয়া বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা শেয়ার করেন। তিনি উল্লেখ করেন, ‘রাজকাহিনী’ সিনেমা দেখে অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করে প্রশংসা করেছিলেন। পাশাপাশি বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের সময় তার সাক্ষাৎ ঘটেছিল।
সেলেব্রিটি ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন জয়া, যেখানে তার টিমে ছিলেন মালাইকা অরোরা ও ইউসুফ পাঠান। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে অনুষ্ঠিত ওই ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকও। জয়ার এই অকপট বর্ণনা ও করণের সঙ্গে সম্পর্কের গল্প সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।