আন্তর্জাতিক ডেস্ক :
আগামী বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৮ অক্টোবর) ইসরাইলি চ্যানেল ১৪–কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কি পুনরায় নির্বাচনে লড়বেন, তিনি স্পষ্ট করে ‘হ্যাঁ’ উত্তর দেন। পাশাপাশি নিজের জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসও প্রকাশ করেন তিনি।
বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতাদের একজন। তিনি ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ এবং ২০২২ সাল থেকে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মোটামুটি ১৮ বছরের বেশি সময় ধরে তিনি দেশ পরিচালনা করছেন। সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বে লিকুদ পার্টি ৩২টি আসন অর্জন করেছিল। তার সাথে অতি-অর্থডক্স মিত্রদের ১৮টি ও ফার-রাইট ধর্মীয় জায়নিস্ট জোট ১৪টি আসন পায়।
তবে নেতানিয়াহুর বর্তমান মেয়াদে তার সরকার বিতর্কের মুখে পড়েছে। প্রধানত বিচার বিভাগীয় সংস্কার নিয়ে ব্যাপক সমালোচনা এবং গাজায় সামরিক অভিযান, জিম্মিদের মুক্তি বিষয়ক সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে দেশের অনেকেই তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। বিচার বিভাগ সংস্কার নিয়ে দেশজুড়ে ব্যাপক গণআন্দোলন চলছে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিবাদে রাস্তায় নামছেন।
এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমালোচনা বেড়েছে। বিশেষ করে যুদ্ধে নিহতদের পরিবার ও জিম্মিদের মুক্তি নিয়ে বিরোধী ধ্বনি শোনা যাচ্ছে। নেতানিয়াহু এই সংকটকালীন সময়ে আবারও ক্ষমতায় আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছেন, যেখানে তার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও তিনি নিজেকে ইসরাইলের ভবিষ্যতের জন্য একমাত্র উপযুক্ত নেতা বলে মনে করছেন।