January 12, 2026, 9:06 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মোদিকে নিয়ে ফের একই দাবি ট্রাম্পের, দিলেন শুল্কের হুঁশিয়ারি

মোদিকে নিয়ে ফের একই দাবি ট্রাম্পের, দিলেন শুল্কের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মোদি তাকে জানিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। সেই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত এই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে ভারতের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে।

সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি রাশিয়া থেকে আর তেল কিনবেন না।”

তবে সাংবাদিকরা ট্রাম্পকে পাল্টা প্রশ্ন করলে জানান, ভারতের পক্ষ থেকে তো বলা হচ্ছে, মোদি ও ট্রাম্পের মধ্যে সম্প্রতি কোনো যোগাযোগই হয়নি। এর জবাবে ট্রাম্প বলেন, “ওরা যদি তা বলে, তাহলে রাশিয়া থেকে তেল কেনার জন্য তাদের বিশাল পরিমাণ শুল্ক দিতে হবে। কিন্তু ওরা এই শুল্ক দিতে চায় না।”

এই নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্প একই দাবি করলেন—মোদির সঙ্গে তার কথা হয়েছে এবং ভারত রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক কোনো ফোনালাপ হয়নি।”

একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ভারত সবসময় নিজের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই তেল আমদানির সিদ্ধান্ত নেয় এবং নেবে।”

ট্রাম্পের মন্তব্যে নতুন করে ওয়াশিংটন-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *