আন্তর্জাতিক ডেস্ক:
মরক্কোর ফনিদেক শহর থেকে সাঁতার কেটে স্পেনের ছিটমহল সেউটায় পৌঁছেছে এক মা ও তার ১০ বছর বয়সী সন্তান। এই ঘটনা গত সপ্তাহে উভয় দেশের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম এল ফারো দে সেউটা জানিয়েছে, সমুদ্রে কয়েক ঘণ্টা ঝুঁকিপূর্ণ যাত্রার পর মা ও সন্তান ক্লান্ত হয়ে তীরে পৌঁছান। ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশু একটি ভাসমান বোর্ড ধরে আছে, আর পাশে তার মা। তাদের শরীরে ছিল শুধু ডাইভিং স্যুট ও পায়ের ফিন। সেউটার সৈকতে উপস্থিত সিভিল গার্ড সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতাল ও পরে শরণার্থী কেন্দ্র পাঠান।
মরক্কোতে বেকারত্বের হার ১৩.৩ শতাংশ, ১৫–২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৬ শতাংশ বেকার। সামাজিক ও অর্থনৈতিক সংকট, চাকরির অভাব এবং চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে অনেকে ইউরোপে ভালো ভবিষ্যতের আশায় দেশ ত্যাগের চেষ্টা করছেন।
গবেষক আলী জুবাইদি মন্তব্য করেছেন, “নারীরা এই বিপজ্জনক সাঁতারের পথ পাড়ি দিয়ে প্রমাণ করছেন যে, তারা সামাজিকভাবে প্রথাগতভাবে পুরুষদের বৈশিষ্ট্য হিসেবে ধরা শারীরিক শক্তি ও ধৈর্যও দেখাতে সক্ষম।”
চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩০ জন মরক্কোর নাগরিক সেউটায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেউটার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও বিপজ্জনক স্রোত ও পাথুরে সৈকত সাঁতারুদের জন্য এখনও প্রাণঘাতী।