নিজস্ব প্রতিবেদক :
Dhaka University‑এর ক্যাম্পাসের আশপাশের এলাকায় ভয়ানক মাত্রায় দেহব্যবসা চলছে—এমন গুরুতর অভিযোগ করেছেন Dhaka University Central Students’ Union (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জোবায়ের। তিনি আরও দাবি করেছেন, এই অবৈধ কাজ পরিচালনায় স্থানীয় পুলিশ প্রশাসনও কমিশন গ্রহণ করে সমর্থন দিচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জোবায়ের তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য প্রকাশ করেছেন।
অনুসন্ধান ও সত্যতা :
পোস্টে তিনি লিখেছেন, “গতকাল রাত ১২টা থেকে ফজর পর্যন্ত ক্যাম্পাস আশপাশে আমি একটি অনুসন্ধানী অভিযান চালিয়েছি—বিভিন্ন স্পটে ভয়ানক ‘দেহব্যবসা’ চলছে। একটি গ্রুপ নারী, আরেকটি গ্রুপ ট্রান্সদের নিয়ে। স্থানীয় পুলিশ প্রশাসনও এ কাজে জড়িত—কমিশন খেয়ে সমর্থন দিচ্ছে তারা।” তিনি জানান, ওই এলাকায় কথা বলার সময় এমন অনেকে মিলেেছেন যাদের পরিবার রয়েছে, তারা চাকরিতে নিয়োজিত বলেও জানিয়েছে।
সবচেয়ে ধ্বংসাত্মক দিক: ট্রান্সরাও অংশ নিচ্ছে :
পোস্টে জোবায়ের আরো লিখেছেন, “ট্রান্সদের মধ্যে এমন একজন আছে যার ইংরেজি উচ্চারণ ভালো। জিজ্ঞেস করতেই তিনি বললেন—‘আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবিতে অনার্স করছি।’ তার মতো আরও অনেকেই এখন সার্জারি করিয়েছেন, মেয়েদের মতো শরীর বানিয়ে দেহব্যবসায় নেমেছেন। তিনি বলছেন,“দিনের আলোয় তারা ভালো প্রতিষ্ঠানে ছাত্র বা কর্মচারী হিসেবে আছে—এটা যেমন ধ্বংসাত্মক, তেমনি উদ্বেগজনক।”
সতর্কবার্তা ও আগামী পদক্ষেপ :
জোবায়ের দাবি করেছেন, “এ ধরনের বিকৃতি যদি কেউ এখনো চিহ্নিত না হয় বা প্রতিরোধ না গড়ে তোলে—ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হবে।” তিনি জানিয়েছেন, কয়েকজনের খোঁজ নেওয়া হয়েছে এবং “তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই” বলেও ইঙ্গিত দিয়েছেন।