October 27, 2025, 5:00 pm
Headline :

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে নোবেলজয়ী মাচাদো, কী কথা হলো

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে নোবেলজয়ী মাচাদো, কী কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ভূমিকার প্রশংসা করেন এবং ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসকে ‘নিপীড়ক বাহিনী’ হিসেবে আখ্যা দেন।

শুক্রবার (১৭ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক্সে (পূর্বতন টুইটার) পোস্টে এই ফোনালাপের বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়, মাচাদো গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেছেন এবং জিম্মিদের মুক্তির ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

তবে মাচাদো নিজে তার এক্স অ্যাকাউন্টে ফোনালাপের বিষয়ে কিছুটা কূটনৈতিকভাবে নীরবতা বজায় রেখেছেন। তিনি ইসরায়েল, গাজা যুদ্ধ বা হামাসকে সরাসরি উল্লেখ না করে লিখেছেন—

“যেভাবে আমরা ভেনেজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করছি, তেমনি মধ্যপ্রাচ্যের প্রতিটি জাতিরও মর্যাদা, ন্যায় ও আশায় পরিপূর্ণ ভবিষ্যতের অধিকার রয়েছে।”

এই অবস্থান ভেনেজুয়েলার ভেতরে বিতর্ক সৃষ্টি করেছে। কারণ, বর্তমান নিকোলাস মাদুরো সরকার গাজা যুদ্ধে ইসরায়েলের বিরোধিতা করে আসছে। প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ২০০৯ সালে গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। আজও দুই দেশের মধ্যে সে সম্পর্ক পুনঃস্থাপিত হয়নি।

মাচাদোর এই সমর্থনকে অনেকেই মাদুরো সরকারের অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইরান যেমন হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সমর্থন দেয়, তেমনি তারা মাদুরো সরকারেরও ঘনিষ্ঠ মিত্র। সেই প্রেক্ষাপটে মাচাদোর এই অবস্থান ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page