আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার (১৭ অক্টোবর) বলেছেন, গাজায় এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন। এছাড়া হামাস ও ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে, সেটি যেন স্থায়ী শান্তির পথ সুগম করে, সেই লক্ষ্যে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করছে। এরদোগান এসব কথা বলেছেন ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে।
তিনি জানান: ইসরাইলের অতীত আচরণের কারণে সতর্ক থাকা দরকার, কারণ গাজার পুনর্গঠন সময়ের দাবি। তুরস্ক নিরলস প্রচেষ্টা চালাচ্ছে যাতে হামাস-ইসরাইল চুক্তি দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করে। সুদানের সংঘর্ষে তুরস্ক গভীরভাবে মর্মাহত এবং যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চাইছে। আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক সংকটের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলে তিনি নিন্দা করেন। পশ্চিমা বিশ্বের আফ্রিকার গৃহযুদ্ধ ও সংঘাতগুলোকে মহাদেশের “নিয়তি” হিসেবে দেখার প্রবণতা দুঃখজনক।