October 27, 2025, 5:07 pm
Headline :

ট্রাম্পের ‘যুদ্ধবাজ’ মন্তব্যে জাতিসংঘে অভিযোগ জানাবে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো জানিয়েছেন, এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমতি দিয়েছে।

এর পরদিন বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, “ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ ও উগ্র বক্তব্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। তিনি নিজেই প্রকাশ্যে আমাদের দেশের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে অভিযানের অনুমোদনের কথা স্বীকার করেছেন।”

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক নিন্দা ও প্রতিক্রিয়া কামনা করেছে তারা।

মন্ত্রণালয় আরও জানায়, ভেনেজুয়েলা সরকার বর্তমানে সিআইএর কার্যকলাপ ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের ওপর নিবিড় নজর রাখছে। তাদের মতে, এই পদক্ষেপগুলো আসলে ভেনেজুয়েলার ‘শাসন পরিবর্তন’ ও তেল সম্পদ দখলের পরিকল্পনা বাস্তবায়নের অংশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দাখিল করবেন। এতে মার্কিন সরকারের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page