ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এক জনভাষণে বলেছেন, ঢাকা শহর এখন চলাফেরার জায়গা নয় — “এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলনই আন্দোলন।” তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকারের পেছনে কেউ দাঁড়িয়ে নেই। ওকে এতো ব্যস্ত করে ফেলার মানেই হলো নির্বাচন বন্ধ করে দেওয়া।”
জনগণ ভোট দিতে চায় — আপস নয় ফখরল দাবি করেন, জনগণ নির্বাচন চায় এবং তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো আপস করবে না। তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচন হবে এক ব্যক্তি এক ভোট ভিত্তিতে — একমাত্র সুষ্ঠু পদ্ধতি। কিছু দল PR (প্রতিনিধি বন্টন) পদ্ধতির কথা বললেও, “PR বোঝে না কেউ; মানুষ বলতে চায় সরাসরি ভোট,” — তিনি যুক্তি দেন।
অতীত স্মৃতির জবাব ফখরুল উল্লেখ করেন, এক সময়ে তারা বিদেশে হাসপাতালে বেগম জিয়াকে পাঠানোর জন্য দেনদরবার করেছিলেন। কিন্তু একসময়, তাঁর দাবি অনুযায়ী, “হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে ফেলে দেওয়া হবে” — একটি কুখ্যাত মন্তব্য হিসেবে তিনি এ ঘটনাটি তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার পথে নয়, মানুষের ভালোবাসা অর্জনের পথে থাকবে।