October 27, 2025, 5:03 pm
Headline :

সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান

সংঘর্ষের জেরে আফগানিস্তানের পণ্য পরিবহন স্থগিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

সীমান্তে সহিংসতা ও তীব্র উত্তেজনার জেরে আফগানিস্তানের সঙ্গে পণ্য পরিবহন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান। করাচি বন্দরের মাধ্যমে চলা আফগান ট্রানজিট ট্রেড আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)।

বুধবার করাচির কাস্টমস হাউসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আফগান ট্রানজিট ট্রেডের মহাপরিচালক (ডিজি)। সিদ্ধান্তের পরপরই বন্দর টার্মিনালগুলোতে আফগানগামী কনটেইনার নামানোর কাজ শুরু হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান-আফগান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদ দাবি করেছে, তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) ও আফগান তালেবান মিলিতভাবে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে।
এরই জেরে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে তালেবান ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্রে বিমান হামলা চালায়, যাতে দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

এ সপ্তাহেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে। তবে আফগান তালেবান সরকারের অনুরোধে উভয় পক্ষ ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনার মূল কারণ—আফগান সরকারের পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা।

এফবিআরের নতুন নির্দেশ অনুযায়ী, সব আফগান ট্রানজিট গেট পাস বাতিল করা হয়েছে এবং কাস্টমস স্টেশনগুলোতে নতুন কোনো পণ্য পরিবহন অনুমতি দেওয়া হবে না। করাচি ও কাসিম বন্দরের টার্মিনালে শত শত কনটেইনার আটকে পড়েছে, আর কোয়েটা ও পেশোয়ারে জায়গা না থাকায় নতুন কনটেইনার গ্রহণ বন্ধ রয়েছে। চালকরা সীমান্ত পুনরায় খুলে দেওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page