নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির কেমিক্যাল ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি নিভেনি আগুন। ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবন থেকে। চারদিকে ছড়িয়ে পড়ছে কেমিক্যালের বিষাক্ত গন্ধ, এতে আশপাশের বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে শ্বাসকষ্ট ও বমিসহ নানা শারীরিক জটিলতা।
আশপাশে আতঙ্ক, অসুস্থ শতাধিক বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানার অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রাইজিং গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে কর্মীদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আশপাশের অফিস ও কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শুরু ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।
পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বহু ইউনিট কাজ করে। ১৬ জনের প্রাণহানি, ডিএনএ পরীক্ষার প্রস্তুতি এ পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জন পুরুষ ও ৭ জন নারী বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া মরদেহগুলো চেনার উপায় না থাকায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ
দীর্ঘ সময় পার হলেও এখনো ধোঁয়া নির্গত হচ্ছে ভবন থেকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবনের ভেতরে জমে থাকা কেমিক্যাল ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলে রয়েছে পরিস্থিতি মূল্যায়নের জন্য।