নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহতদের সবাই ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি গার্মেন্টস কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে বিকেলে ৯ জনের মৃত্যুর খবর জানানো হলেও সন্ধ্যার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। তবে আগুনের ভয়াবহতা ও ভবনের জটিল গঠন বিবেচনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, “তল্লাশি অভিযান চলছে। পাশের রাসায়নিক গুদামে এখনো আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ড্রোনসহ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। তিনি আরও জানান, আগুনের উৎস এখনও নিশ্চিত নয়। তবে কেউ কেউ জানিয়েছেন, ভবনের নিচতলার ওয়াশ ইউনিটে আগুনের সূত্রপাত হয়, যা পরে রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত প্রচণ্ড, যা পুরো ভবন কাঁপিয়ে দেয়।
রাসায়নিকের উপস্থিতি বাড়িয়েছে ভয়াবহতা :
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলায় ছিল ওয়াশ ইউনিট, পাশে রাসায়নিকের গুদাম। আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুতই তিনতলা ভবনজুড়ে আগুনে পুড়ে যায় পোশাক কারখানাটি। রাসায়নিকের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাও হয়ে ওঠে দুষ্কর।
উদ্ধার ও তদন্ত চলমান :
ফায়ার সার্ভিসের তল্লাশি এখনও শেষ হয়নি। দগ্ধ ও নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করা না গেলেও, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।