কুড়িগ্রাম প্রতিনিধি
‘‘আমার চোখে জুলাই বিপ্লব, তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের ব্ষপূর্তি পালন উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ জুলাই স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে কুড়িগ্রাম পৌর শহরে পরিস্কার পরিছন্নতা ও যাত্রাপুর মাঝিয়ালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোদাব্বের হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ , যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়েত আমীর মো. নিজাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সমতলের পাশাপাশি চরের মানুষদের নিয়ে ভাবতে হবে।অশিক্ষা, স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষদের জীবন মান উন্নয়নে সকলের আরো আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান তিনি।