আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে দেওয়া এক দীর্ঘ ভাষণে তিনি এ আহ্বান জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?”
২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা দায়ের হয়। এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার ডলার মূল্যের উপহার—যার মধ্যে সিগারেট ও শ্যাম্পেইন রয়েছে—নেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে নেতানিয়াহু বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, ইসরাইলের প্রেসিডেন্ট পদটি মূলত প্রতীকী হলেও, বিশেষ পরিস্থিতিতে দোষী ব্যক্তিকে ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা তার রয়েছে।
২০২০ সালে এসব মামলার বিচার শুরু হলেও গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত হচ্ছে। এর আগেও, চলতি বছরের জুন মাসে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো বাতিলের দাবি তুলেছিলেন। তিনি এ বিচারপ্রক্রিয়াকে “একজন নির্বাচিত দক্ষিণপন্থি নেতাকে রাজনৈতিকভাবে হয়রানি করার চেষ্টা” বলে আখ্যা দেন।