নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে কাভার্ড ভ্যান দাঁড় করানোয় নিষেধ করায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন এক বিক্রয় প্রতিনিধি। সোমবার (১৩ অক্টোবর) সকালে কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট হক টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. আজাদ উদ্দিন (৩৮)। তিনি সাতকানিয়া কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত এবং লক্ষীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) মহাসড়কের উপর গাড়ি রেখে মালামাল সরবরাহ করছিলেন। কনস্টেবল আজাদ তাকে গাড়ি সরাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, গালিগালাজ ও মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। বাধা দিতে গেলে তিনি স্টিলের টুল দিয়ে কনস্টেবলের মাথায় আঘাত করেন এবং পরে ইট নিক্ষেপ করেন।
সহকর্মীরা আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে এবং তাকে ২৪-৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করেছে। কনস্টেবল আজাদ নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সাতকানিয়া ট্রাফিক পুলিশের টিআই নূরে আলম সিদ্দিকী জানান, সকালে যানজট এড়াতে কনস্টেবল আজাদকে গাড়ি সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে বিক্রয় প্রতিনিধি উত্তেজিত হয়ে হামলা চালান।
অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।”